স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীরশ্রেষ্ঠ’র সমাধিতে হিল ট্যুরিস্ট গাইডের শ্রদ্ধা নিবেদন

707

॥ স্টাফ রিপোর্টার ॥

অ্যাসোসিয়েশন অফ হিল ট্যুরিস্ট গাইড এর পক্ষ থেকে রাঙামাটি থেকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধি ও নানিয়ারচর/চেঙ্গী সেতুতে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। যাতে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্খী সহ মোট ৩৫ জন।

ভ্রমণ এর মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতার মহান কান্ডারী শহীদদের মধ্য থেকে রাঙামাটি জেলায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন। ভ্রমণের শুরুতে রাঙামাটি থেকে সরাসরি নানিয়াচর সদরের চলে যাওয়া হয়। সেখানে নবনির্মিত নানিয়ারচর/চেঙ্গী সেতু এবং নানিয়ারচর সদর এলাকা ভ্রমণ শেষে দুপুরের খাবারের পর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধিতে যাওয়া হয়।

সমাধিতে আসার পর প্রথমে এক মিনিট নীরবতা পালন এবং কবর জিয়রতের মাধ্যমে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সেখানে দুইটি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।