॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
স্বাস্থবিধি মেনে চলতে ও সচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। রবিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় নানিয়ারচর বাজার, সেতু, ডাকবাংলা, ইসলামপুর মধ্য পাড়া ও বউ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিউলি রহমান ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১০জন ব্যবসায়ী ও পথচারীকে মোট ১হাজার টাকা জরিমানা করেন। এসময় অন্যান্যদের মাঝে নানিয়ারচর থানার এসআই এবিএম তারিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।