॥ ক্রীড়া প্রতিবেদক ॥
রাঙামাটিতে হাজী আব্দুল বারী মাতব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে রিজার্ভবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নবীন সংঘ ক্লাবের আয়োজনে ও হাজী আব্দুল বারী মাতব্বর স্মৃতি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান অংসুইপ্রু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমা। রিজার্ভ বাজার নবীন সংঘ ক্লাবের সভাপতি মো. সাওয়াল উদ্দীনের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. হান্নানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শাহজাহান, সানরাইজ ক্লাবের সভাপতি ছলিম উল্লাহ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্য অংসুইপ্রু চৌধুরী বলেন আমাদের দেশে ফুটবল খেলার প্রতি দর্শকদের বিশেষ আকর্ষণ রয়েছে। তাই ফুটবল খেলাকে এগিয়ে নিতে এধরণের টুর্ণামেন্ট আরো বেশি বেশি আয়োজন করতে হবে। তিনি হাজী আব্দুল বারী মাতব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন এধরণের আয়োজনের সাথে জেলা পরিষদ অতীতেও ছিলো আগামীতেও থাকবে।
উদ্বোধনী খেলায় প্রতিভাস ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে কাটাছড়ি একাদশ। দলের হয়ে টমাস তঞ্চঙ্গ্যা ও রিকন চাকমা গোল দুটি করেন। ম্যান অব দা ম্যাচ হন বিজয়ী দলের সমরজয় তঞ্চঙ্গ্যা।