॥ স্টাফ রিপোর্টার ॥
অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রুচিসম্মত ফার্ণিচার প্রস্তুত করার লক্ষ্যে রাঙামাটি শহরের তবলছড়ির হাজী ধনমিয়া পাহাড়ে আসবাবপত্র ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবলুর প্রতিষ্ঠান বাবলু ফার্ণিচার মার্ট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘিরে ইফতার মাহফিলের আয়োজন করেন আব্দুস সালাম বাবলু।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, হাজী ধনমিয়ার পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী ইকবাল, আসবাপত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মিজান, সহ-সভাপতি এম হিরো তালুকদার, সাংগঠনিক সম্পাদক তারেক আহম্মেদ, প্রচার সম্পাদক মো. মনির, সদস্য আবুল বশর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে ফিতা কেটে বাবলু ফার্ণিচার মার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।