হামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির জনসমাবেশ

140

॥ স্টাফ রিপোর্টার ॥

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শন্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে জনসমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি। সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।