হাস্যময়ী রাজনিতিক ও সমাজ সেবিকা কবিতা ত্রিপুরার প্রয়াণ

490

॥ স্টাফ রিপোর্টার ॥
দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমির মাতা, রাঙামাটি জেলা জাতীয় পার্টি’র মহিলা বিষয়ক সম্পাদিকা, রেড ক্রিসেন্ট সোসাইটি’র আজীবন সদস্য ও এফপিএবি রাঙামাটির সদস্য হাস্যময়ী রাজনিতিক ও সমাজ সেবিকা কবিতা ত্রিপুরা পরলোক গমন করেছেন। পারিবারিক সূত্রে জানা যায় বিগত বেশ কিছুদিন যাবত নানা শারিরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার আরো অসুস্থ হয়ে পড়লে রাতে চিকিৎসার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে স্ট্রোক করে তিনি পরলোক গমন করেন।

তার এই প্রয়াণে রাঙামাটির বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমে প্রেরিত শোকবার্তার মাধ্যমে শোক প্রকাশ করেছে- রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আলহকসহ দৈনিক রাঙামাটি পরিবার, সিএইটি টাইমস টুয়েন্টিফোর পরিবার, রাঙাামটি জেলা জাতীয় পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আবু সৈয়দ, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ), ইয়ুথ মোস্তফা ফাউন্ডেশন।

অপরদিকে, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন িরাঙামাটি জেলা শাখার মহিলা সম্পাদিকা সুফিয়া কামাল ঝিমি’র মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন িরাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।

প্রসঙ্গত, রাঙামাটি শহরের অতি পরিচিত মুখ মিসেস কবিতা ত্রিপুরা ৯০ এর দশকে জাতীয় পার্টিতে যোগদান করে প্রেসিডেন্ট এরশাদের আদর্শের রাজনীতি শুরু করেন। সেই থেকে তিনি রাঙামাটিতে জাতিয় পার্টির বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ সময় ধরে এই রাজনীতির সাথেই জড়িত ছিলেন। তিনি নানা সামাজিক সংগঠনের তৎপরতার সাথে সক্রিয়ভাবে জড়িত থাকা ছাড়াও ঠিকাদারি ব্যবসার সাথে জিিড়ত ছিলেন। সোমবার দুপুরে তাকে দাহ করা হয়।