॥ স্টাফ রিপোর্টার ॥
বন্ধন মোদের প্রাণে প্রাণে এ স্লোগানে “হৃদয়ের ভাসান্য আদাম” সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের মাসব্যাপী বিনোদনমূলক চকলেট প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ অনুষ্ঠান বৃহস্পতিবার সমাপ্ত হয়। এতে ৯টি বিদ্যালয়ের চকলেট প্রোগ্রাম ও শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় চকলেট প্রোগ্রামে ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃত্তি, ছড়া, গান, গজল, সূরা, উপস্থিত বক্তৃতা দেন। অনুষ্ঠান শেষে সকল ছাত্র-ছাত্রীদের চকলেট এবং পুরষ্কার বিতরণ করা হয়। তরুণরা খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাসান্যা আদম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাসান্যা আদম ইসলামী উচ্চ বিদ্যালয়, রাঙ্গাপানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইল্যাতলী সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ঘনমোড় সেনা মৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ঘনমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইল্যাতলী নুরানী তাআলীমুল কুরআন মাদ্রাসা, গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের তরুণরা বলেন, মানবতার সেবায়, সামাজিক কাজ ও শিক্ষার আলো ছড়ানোর লক্ষে ৯ টি স্কুল-মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের বিনোদনমূলক চকলেট প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করেছি। এলাকায় উন্নয়নের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছে। লংগদু উপজেলার ৫নং ভাসান্যা আদম ইউনিয়নের এক ঝাঁক তরুনকে নিয়ে এ সংগঠনটি এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভাসান্য আদম এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনের কার্যক্রমে এরই মধ্যে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছে। অনুষ্ঠানে “হৃদয়ে ভাসান্যা আদম” সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সেচ্ছাসেবকগণ এবং সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।