॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটির হোটেল হিল এম্বাসেডর’র এর সাথে ট্যুরিস্ট পুলিশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার দুপুরে হোটেল হিল এম্বাসেডর’র রুফটপ রেস্টুরেন্টে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ট্যুরিস্ট পুলিশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন- রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম আর হোটেলের পক্ষে স্বাক্ষর করেন স্বত্ত্বাধিকারী সাইফুল বিন ইসলাম।
চুক্তি স্বাক্ষরকালে ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের ‘পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত’ অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসান ইকবাল চৌধুরী, পুলিশ পরিদর্শক জহিরুল আনোয়ার।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম হোটেল হিল এম্বাসেটর কর্তৃপক্ষকে দেশি-বিদেশি টুরিস্টদের মানসম্মত সেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ও ট্যুরিস্টদের কল্যাণে একসাথে আরো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর থেকে উপরের পদের সকল সদস্য হিল এম্বাসেডরে রুম বুকিং এর ক্ষেত্রে ৫০% ডিসকাউন্ট সহ অন্যন্য সুবিধা সুলভ মূল্যে নিতে পারবেন।