১নং ওয়ার্ডের প্রার্থী হেলালের তুমুল প্রচারণা

407

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দীন তার নির্বাচনী প্রতীক “উট পাখির” সমর্থনে তুমুল প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাউন্সিলর প্রার্থী ২শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে- পুরান পাড়া, শরীয়তপুর, ষোল টিলা, ইসলামপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন।

এসময় তিনি বলেন, আমি আবার এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার জন্য নির্বাচনে অংশ নিয়েছি। এছাড়াও অতীত সময়ে যেভাবে সুখে-দুঃখে জনগণের পাশে ছিলাম আগামীতেও তা অব্যাহত রাখব। এসময় তিনি এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও সম্প্রীতির এলাকা গড়ে তুলতে ভোটারদের কাছে ভোট এবং দোয়া ও সমর্থন চেয়েছেন।