১৮জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রাঙামাটিতে লক্ষ্যমাত্র ৮১ হাজার শিশু

131

॥ স্টাফ রিপোর্টার ॥

আসছে ১৮ জুন আবারও সারাদেশে একযোগে চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ৫ মাস বয়স থেকে পাঁচ বছরের নীচের সকল শিশুকে এবারও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার রাঙামাটি জেলায় ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুলের আওতায় আনা হবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ঘিরে সোমবার (১২ জুন) বেলা ১২টায় সাংবাদিক নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। ওরিয়েন্টেশনে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান সিভিল সার্জন। তিনি জানান, ক্যাসুল খাওয়ানোর পর কোনো কোনো শিশুর ক্ষেত্রে সামান্য জ্বর বা বমি বমি ভাব হতে পারে। এতে আতঙ্কিত না হয়ে শিশুকে বিশ্রামে রাখলেই সে স্বাভাবিক হয়ে যাবে।

ডা: বিপাশ খীসা জানান, এবার রাঙামাটি পার্বত্য জেলার ১০ উপজেলা ও দুইটি পৌরসভায় মোট ১ হাজার ৩১৫টি ক্যাম্পের মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এর আগে ডা: মো: আবু ফয়সল পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপস্থাপনায় জানানো হয়, শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সার্বিকভাবে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে প্রতিবছর সরকারের জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়ে থাকে।

ওরিয়েন্টেশনে রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক এ কে এম মকছুদ আহমদ, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টাস ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার ৪৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান, রাঙমাটি জেলায় বেশ কিছু দুর্গম এলাকা থাকায় কোনো কোনো এলাকায় একই সময়ে ক্যাপসুল না পৌঁছুলেও চলমান প্রক্রিয়ায় সবাইকে টিকার আওতায় আনা হবে। তিনি প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট ইউএনও, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় হেলথ ইন্সপেক্টরের নেতৃত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর সার্বিক বিষয়টি মনিটরিং করা হবে বলেও জানান।