২নং ওয়ার্ডে জনসেবায় আত্মনিয়োগ করতে চান ছাত্রলীগ নেতা রকি

702

॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটি পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজ সেবক ইউনুছ চৌধুরী রকি ২নং ওয়ার্ডে বসবাসরত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সেবা করার লক্ষ্যে আসন্ন পৌর নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এবিষয়ে আলাপকালে তিনি প্রতিবেদককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তরুণদের উপর আস্থা রেখে বিগত নির্বাচন গুলোতে নোমিনেশন দিয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তরুনরা নেত্রীর আস্থার প্রতিদান দিয়ে চলেছেন। তাই আমি আমার ২নং ওয়ার্ডে বসবাসরত জনসাধারণের অবস্থা বিবেচনা করে আসন্ন পৌর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সরকারের অঘোষিত লকডাউন চলাকালীন সময়ে সরকারি ত্রাণ ও অন্যান্য সহযোগিতা পৌর মেয়র কাউন্সিলরকে সঠিকভাবে ত্রাণ কার্ড দেওয়া সত্ত্বেও আমার ওয়ার্ডে সঠিকভাবে বন্টন হয়নি। যার ফলে যে পেয়েছে সে বারবার পেয়েছে আর যে পায়নি সে একে বারেই পায়নি। তাই করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের দূর্দশা দেখেই আমি বিশেষ করে এই সিদ্ধান্ত নিয়েছি।

কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে ২নং ওয়ার্ড বাসীর স্বার্থে ইউনুছ চৌধুরী রকির পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, করোনা পরিস্থিতির ত্রাণ বিতরণের যে ঘটনা দেখ আমি কাউন্সিলর নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটাই থাকবে আমার প্রধান লক্ষ্য। কারণ রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে দেখতে গেলে ২নং ওয়ার্ডেই নিম্ন আয়ের মানুষদের বসবাস সবচেয়ে বেশি।

তাই আমি নির্বাচিত হলে ২নং ওয়ার্ডের জনসাধারণের জন্য পৌসভা কর্তৃক যে সহযোগিতা আসবে তা সঠিতভাবে শতভাগ বন্টন নিশ্চিত করবো। প্রয়োজন হলে নিজে বাড়ি বাড়ি গিয়ে যারা প্রাপ্য তাদের হাতে পৌঁছে দিব। এক্ষেত্রে দলীয়করণ বা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা এই সহযোগিতা পাওয়ার যোগ্য তাদের কাছে আমি সহযোগিতা পৌঁছাবো। এছাড়াও পৌরসভা থেকে ২নং ওয়ার্ডের জন্য রাস্তা, সিঁড়ি, সোলার লাইট ইত্যাদির যে বরাদ্দ আসবে তা প্রয়োজন মতো স্থানে যাতে বাস্তবায়ন হয় তার ব্যবস্থা করব।

এদিকে পর্যটন নগরী হিসেবে ২নং ওয়ার্ড কে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পর্যটক বান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলার পাশাপাশি তিনি ২নং ওয়ার্ডকে মাদক, কিশোর গ্যাং, ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতা মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে আশ্বাস দেন।

সর্বোপরি তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। তাই আমার স্থান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ২নং ওয়ার্ড থেকে কার্যক্রম শুরু করতে আসন্ন পৌর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই নমিনেশন প্রাপ্তির ক্ষেত্রে তিনি দলীয়ভাবে সহযোগিতা চেয়েছেন।

অপরদিকে করোনা পরিস্থিতি ও এর পূর্বের কার্যক্রমের ভিত্তিতে বর্তমান কাউন্সিলরের প্রতি আস্থা হারিয়ে বর্তমানে জনপ্রিয়তায় তুঙ্গে থাকায় আগামীতে ২নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ইউনুছ চৌধুরী রকিকে চাচ্ছেন স্থানীয়রা।