২১আগস্টে নিহতদের স্বরণে কাপ্তাই মহিলা লীগের শোকসভা

601

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

মহিলা আ’লীগ কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে সোমবার কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে এক শোকসভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা মহিলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাকসুদা খানমের সভাপতিত্বে এবং কাজী রিফাত শারমিন তুষার এর সঞ্চালনায় শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চাঙ্গ্যা, ৪ নং কাপ্তাই  ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই মহিলা আ’লীগ সদস্য লাকি আক্তার, ইউনিয়ন আ’লীগ সভাপতি সাগর চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক আখতার আলম, উপজেলা ছাত্র লীগ সভাপতি নুর উদ্দিন সুমন প্রমুখ।