॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটি সিভিল সার্জন অফিস, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় লাইসেন্সবিহীন লেকভিউ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অভিযানে আইন মোতাবেক জরিমানা আদায় করা সহ প্রতিষ্ঠানটিকে ২৪ ঘন্টার মধ্যে সমস্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।
এসময় নির্দেশ অমান্য কারীদের আরো কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানান তারা। জেলা সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান নিশ্চিতকরণের স্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।