॥ ইকবাল হোসেন ॥
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা, রাঙামাটি জোন এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় নৌ যান শ্রমিক, গরীব-দুঃখি ও অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রিজার্ভ বাজার হোটেল সৈকতের পাশে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা, রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিমের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মামুন, নৌ পরিবহন অধিদপ্তর রাঙামাটির ইন্সপেক্টর জহিরুল কাইয়ুম।
এসময় প্রায় ২ শতাধিক পরিবারকে (চাউল, ডাল, আলু, পিয়াজ, তেল, মটর, নুডুলস, সেমাই, চিনি) ইত্যাদি ত্রাণ ও ইফতার সামগ্রী তুলে দেন অতিথিরা। প্রসঙ্গত, ২০২০ সালে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনে মঈনুদ্দীন সেলিম প্রতিদিন ৪০ থেকে ৫০ পরিবারকে ত্রাণ বিতরণের মাধ্যমে প্রায় ৩ হাজার মানুষের পাশে দাড়িয়েছেন।