॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটিতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোন এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় গরীব, দুঃখী ও অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে রিজার্ভ বাজার হোটেল সৈকত সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোন এর চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিম এর বাস ভবনে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় ৩ শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, বিশিষ্ট ব্যবসায়ী আশীষ দাসসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।