৪নং ওয়ার্ডে নির্বাচনী কমিটি গঠনে মতবিনিময়

140

॥ স্টাফ রিপোর্টার ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় তবলছড়ির কালেক্টরেট মিনিস্ট্রিয়াল ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী আল মাহবুব, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদসহ ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সকলের সম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, কো-চেয়ারম্যান হিসেবে রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী আল মাহবুব, সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন রুবেল ও যুগ্ম সচিব হিসেবে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেককে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে এদের সাথে ওয়ার্ড আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান হাবিব।