৪নং ওয়ার্ডে বাবুর যত উন্নয়ন

944

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাবু গত ৫ বছরে এই ওয়র্ডে ব্যপক উন্নয়ন করেছেন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও তিনি টেবিল ল্যাম্প প্রতিকে নির্বাচন করছেন।

গত ৫ বছরে বাবু পৌরসভার পক্ষ থেকে যেসকল উন্নয়নমূলক কাজ করেছেন তা হলো- তবলছড়ি বাজার আরসিসি করণ, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানার পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাম ফুটপাত নির্মাণ, মাস্টার কলোনী হতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ, বিএডিসি কলোনীতে রাস্তা ও ড্রেন নির্মাণ, এডিসি হিল হতে ষাট সিড়ি পর্যন্ত চলাচলের রাস্তা নির্মাণ, পর্যটন যাতায়াতের মূল সড়ক-রেহান উদ্দীনের বাসা সংলগ্ন রাস্তা-খানবাড়ি সড়ক-ডিজিএফআই এর রাস্তা নির্মাণ, বিজিবি সেক্টরের ভিতরে সিড়ি ও আরসিসি ওয়াল নির্মাণ, পর্যটন এলাকার কার্পেটিং রাস্তা নির্মাণ, ধনমিয়া পাহাড় আরসিসি রাস্তা রিটানিং ওয়াল নির্মাণ, লিটন কমিশনারের বাসা সংলগ্ন নীচের এলাকায় আরসিসি সিড়ি ও রাস্তা নির্মাণ, দুদকের পুরাতন অফিস সংলগ্ন মসজিদ সংস্কার ও আরসিসি সিড়ি নির্মাণ, ওয়াপদা কলোনীতে রহিমদের বাড়ীর পাশে আরসিসি সিড়ি নির্মাণ, এডিসি কলোনী নূর নবীর বাসার পাশে আরসিসি সিড়ি নির্মাণ। বস্তি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে- পানির পাম্প হাউজ এলাকার রাস্তা, বিএডিসি কলোনী অলিগলি রাস্তা, শেলি গার্মেন্টস সংলগ্ন সিড়ি সংস্কার, পর্যটন রোড জাকিরের বাড়ি সংলগ্ন সিড়ি, এডিসি কলোনিতে ছেনুর বাড়ি সংলগ্ন রাস্তা- রতন বাবুর বাড়ি সংলগ্ন রাস্তা নির্মাণ, গোলাম মোস্তফার বাড়ির পাশের রাস্তা, বদি আলমের বাড়ির পাশের রাস্তা। প্রক্রীয়াধীন (টেন্ডার সম্পন্ন)- তবলছড়ি আলম বেকারী হইতে মাছ বাজার পর্যন্ত রাস্তা কার্পেটিং, মাছ বাজার হইতে পানি নিষ্কাশনের জন্য লক্ষীর বাড়ি হয়ে লেক পর্যন্ত আরসিসি ড্রেন, ওয়াপদা কলোনী ও পোস্ট অফিস কলোনির মূল সড়ক আরসিসি ও কার্পেটিং, দক্ষিণ ওমদা মিয়া পাহাড়ে মরহুম আহমদ মিয়ার বাড়ি হইতে রমজানের বাড়ি পর্যন্ত আরসিসি ওয়াল ও সিড়ি নির্মাণ, পানির পাম্প হাউজ এলাকায় সিড়ি নির্মাণ, এডিসি কলোনী ষাট সিড়ি রশিদ মাস্টারের বাড়ির পাশের রাস্তা আরসিসি করণ ও সেলিম মিস্ত্রির বাড়ি হইতে মসজিদ কলোনীর সাথে সংযোগের জন্য ড্রেন কাম ফুটপাত, বিজিবি রোডে আবুল হোসেন বালির বাড়ি হইতে নূর ইসলামের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ। প্রক্রীয়াধীন- বিএডিসিতে আরসিসি সিড়ি নির্মাণ, ওয়াপদা কলোনিতে আরসিসি সিড়ি, হাজী ধন মিয়ংা পাহাড় বাগানবাড়ী হাবিবদের বাড়ি সংলগ্ন আরসিসি সিড়ি, মিয়াজি পাড়া আব্দুর রাজ্জাকের বাড়ি ষংলগ্ন আরসিসি রাস্তা, মিয়াজি পাড়াা নূর উদ্দীনের বাড়ি সংলগ্ন আরসিসি রাস্তা, দক্ষিণ ওমদা মিয়া পাহাড়ে লালু হুজুরের বাড়ি সংলগ্ন এবাদত খানা সংলগ্ন আরসিসি সিড়ি, দেওয়ার পাড়া মোহাম্মদিয়া জামে মসজিদের মুসল্লিদের অজু করার জন্য আরসিসি সিড়ি, মসজিদ কলোনী জাকিরের বাড়ির পাশে আরসিসি ড্রেন এবং জয়নাল (কালু) বাড়ি সংলগ্ন আরসিসি রাস্তা, শ্রমিক কলোনী, মূল রাস্তা সাবেক কমিশনার শহীদ চৌধুরীর বাড়ী সংলগ্ন সিড়ি, তবলছড়ি নীচের বাজারে আরসিসি রাস্তা ও ড্রেন- পাবলিক টয়লেট নির্মাণ, মাস্টার কলোনী বিটন সরকারের বাড়ির পাশে রাস্তা ও ড্রেন নির্মাণ, পশ্চিম ও ওমদা মিয়া পাহাড় প্রতিভাষ ক্লাবের পাশে আরসিসি ড্রেন কাম ফুটপাত, ওমদা মিয়া পাহাড় ইদ্রিস ড্রাইভারের বাড়ি সংলগ্ন আরসিসি ড্রেন।