৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবসে রাঙামাটিতে আলোচনা সভা

369

॥ সোহরাওয়ার্দ্দী সাব্বির ॥
“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মুজিববর্ষের ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আয়োজনে ও রাঙামাটি জেলা প্রশাসন এর সহযোগীতায় এই খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃমামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা (উপমা), জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক, রাঙামাটি নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, নিরাপদ খাদ্য কি, অনিরাপদ খাদ্য কি, কি খাদ্য খেলে শরীরের জন্য ভালো তার উপর বিশদ আলোচনা করেন।

আলোচনা সভা শুরুতেই সকলের উদ্দেশ্য খাদ্যে নিরাপত্তার উপর একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।