॥ সোহরাওয়ার্দ্দী সাব্বির ॥
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১-এ রাঙামাটি জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বুধবার (০৫জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ পর্যায়ে যে সব ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন তারা হলেন- কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া ইউনিয়নের অংক্যজ চৌধুরী, ২নং ফটিকছড়ি ইউনিয়নের ঊষাতন চাকমা, ৩নং ঘাগড়া ইউনিয়নের নাজিম উদ্দিন, ৪নং কলমপতি ইউনিয়নের ক্যজাই মারমা,কাপ্তাই পজেলার চিৎমরম ইউনিয়নের ওয়েশ্লিমং চৌধুরী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন- আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচত হয়েছেন। আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনারা দেশের জন্য,সমাজের উন্নয়নে কাজ করবেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন- আমরা জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের সেবার মান উন্নয়নে, দেশের উন্নয়নে আমরা কাজ করে যাবো।
প্রসঙ্গত: সারাদেশের দেশের ন্যায় রাঙামাটিতে অনুষ্ঠিত চতুর্থ ধাপে ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার ৫ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বাকী ৫টি ইউপির প্রজ্ঞাপন জারী না হওয়ায় তারা শপথ নিতে পারেননি।