৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানিয়ারচরে উপজেলা বিএনপির আলোচনা সভা

222

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি বাজারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুজ্জামান হাওলাদার।

বগাছড়ি ওয়ার্ড সভাপতি মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, বুড়িঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ শফিউল আলম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আঃ মালেক, মহিলা দল সিনিয়র সহ-সভাপতি বিলকিস বেগমসহ সাবেক ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন টিটু, যুবদল নেতা আবু হানিফ, নূর মোহাম্মদ নিজাম ও পলাশ হাওলাদার প্রমূখ।

এসময় বক্তারা বলেন, হামলা-মামলা তুলে নিয়ে ও দলীয় নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্দলীয় এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বক্তারা আরো বলেন, আজ বিএনপির ধারাবাহিক আন্দোলনের ফলে সরকার দ্রব্যমূল্যের দাম কিছুটা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। জনগনকে সাথে নিয়ে আগামীতেও বিএনপি এই আন্দোলন চালিয়ে যাবে। এসময় নেতারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।