ঢাকা ব্যুরো অফিস, ৫ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : ৭ই জানুয়ারি ফেলানী দিবস পালন উপলক্ষ্যে আগামী কাল ৬ই জানুয়ারী ২০১৬ বুধবার সকাল ১১.৩০টায় সেগুন বাগিচা, ২৩/২, তোপখানা রোডের নির্মলসেন মিলনায়তনে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিশ্বব্যাপী সীমান্ত হত্যার বিরুদ্ধে ৭ই জানুয়ারী ফেলানী দিবস পালনের অনুরোধ জানানো হবে।
নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহ্ মো. নেয়ামত উল্লাহ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ই জানুয়ারী ২০১৬ বৃহস্পতিবার সকাল ১১.৩০টায় তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ হলে ফেলানী দিবস উদ্যাপন উপলক্ষে “মুক্ত আলোচনা” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ফেলানীর বাবা নূরুল ইসলাম। সভাপতিত্ব করবেন, নাগরিক পরিষদের আহ্বায়ক মো. শামসুদ্দীন।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রমের নাগেস্বরি থানার অনন্তপুর সিমান্তে নূরুল ইসলামের কিশোরি কন্যা ফেলানীকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে। এর পর মানবাধিকার লঙ্ঘনের দায় ঘটনাটি বিশ^বিবেককে নাড়া দেয়।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান