৭ই মার্চ পালনে বঙ্গবন্ধুর মূর‍্যালে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

96

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে এতিহাসিক ৭ই মার্চ উদযান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বুধবার সকাল সাড়ে ৮টায় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার নেতৃত্বে প্রথমে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্পস্তবক অর্পণশেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে চেয়ারম্যান কর্মকর্তাদের সাথে নিয়ে বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন সরকারের উপসচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য পরিকল্পনা সরকারের উপসচিব মোঃ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, রাঙ্গামাটির সহকারী প্রকৌশল (সিভিল) মোঃ খোরশেদ আলম, মিজ ডজী ত্রিপুরা তথ্য অফিসার, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল, সহকারী পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকসহ কর্মচারী কল্যাণ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।