৭নং ওয়ার্ডে প্রায় ৩ হাজার পরিবারে টিসিবির পণ্য বিক্রয়

248

স্টাফ রিপোর্টার

আগস্ট মাসে সারা দেশব্যাপী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির অংশ হিসেবে রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ফ্যমিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন।

পৌরসভার ৭নং ওয়ার্ডের ৩টি স্থানে ২ হাজার ৬শত ৯৫টি পরিবারকে ৪০৫ টাকার বিনিময়ে ২লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল ও ১ কেজি চিনি বিক্রয় করা হয়েছে।

সকাল ৯টা থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হলেও নির্ধারিত সময়ের আগেই জনসাধারণ সৃশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে শুরু করে। কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছে। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন ৩টি স্পট থেকে জনসাধারণ সঠিকভাবে পণ্য ক্রয় করতে পারছে কিনা তা সার্বক্ষণিক তদারকি করেছেন।

এবিষয়ে জামাল উদ্দীন বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের খেটে খাওয়া মানুষদের কথা ভেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকী মূল্যে পণ্য বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করতে আমরা সর্বাত্ত¡ক কাজ করে যাচ্ছি। আজ আমার ৭নং ওয়ার্ডে ২ হাজার ৬শত ৯৫টি পরিবারের মাঝে সুষ্ঠুভাবে পণ্য বিক্রয় করা হয়েছ।