॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল আলম রবি তার নির্বাচনী প্রতীক “উট পাখির” সমর্থনে তুমুল প্রচারণা চালিয়ে যচ্ছেন। রোববার বিকেলে বনরূপা কাচা বাজার এলাকার বিভিন্ন দোকানে দোকানে ও অলি-গলিতে ভোটারদের কাছে দোয়া চান এবং লিফলেট বিতরণের মাধ্যমে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা চালান।
এসময় রবিউল আলম রবি বলেন, আমি ১২ বছর দায়িত্বে থাকা কালিন সময়ে এলাকার উন্নয়নে জন্য কাজ করেছি আগামীতেও করে যাবো। আমি নির্বাচনে বিজয়ী হলে ৭নং ওয়ার্ডের অলি-গলিতে উন্নয়ন করব। আর এলাকার গরীব-দুঃখীদের পাশে থাকব।