বিশ্ব পরিবেশ দিবসে জীবন’র অর্ধশতাধিক চারা রোপণ

405
স্টাফ রিপোর্টার 
রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্সে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০ টি চারা রোপণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, কাউখালী উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা। তিনি উপজেলা কমপ্লেক্সে বৃক্ষরোপণ করার মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি একটি পেয়ারা ও একটি জলপাই গাছের চারা রোপণ করেন। এছাড়াও “জীবন” কাউখালী চ্যাপটারের সদস্যরা সোনালু, জাম, আমড়া, ডুমুর, আম, কাঠ বাদামসহ অর্ধশতাধিক চারাগাছ রোপণ করেন।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর ঘোষণা অনুযায়ী ‘পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং ‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ শ্লোগানে এবার বিশ্বের সবার সাথে তাল মিলিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “জীবন”।
“জীবন” কাউখালী চ্যাপটারের সদস্য ও বৃক্ষরোপণ অভিযানের আহবায়ক ঊষাইনু রোয়াজা বলেন, “বিশ্বজুড়ে ভারসাম্য হারানো পরিবেশের পুনরুদ্ধারের জন্য পরিকল্পিত বনায়ন ও বৃক্ষরোপণ করা দরকার। আমরা এই বর্ষা মৌসুমে প্রত্যেক সদস্য পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করবো।”
“জীবন” কাউখালী চ্যাপটারের সাধারণ সম্পাদক উচাইথিন মারমা (থিন) জানান, “জীববৈচিত্র্য রক্ষার জন্য এবং বিলুপ্তির পথে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে বন্যপ্রাণীদের তাদের আবাসস্থল ফিরিয়ে দিতে হবে। বনায়ন সৃষ্টির মাধ্যমেই আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। “জীবন” ধারাবাহিকভাবে এই পুরো মৌসুমে বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রাখবে এবং গাছগুলোর পরিচর্যা নিশ্চিত করবে।
কাউখালী উপজেলার পাশাপাশি বেতবুনিয়াতেও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে গ্রীণ আর্মি।