জনস্থানে নারীর নিরাপত্তা নিশ্চিতে পিছিয়ে নেই পাহাড়ের নারীরা

545

স্টাফ রিপোর্টার 

২০ জুলাই “জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন” এর আওতায় মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা ও অংশগ্রহণমূলক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে রাঙামাটি শহরের থেকে অনেকটাই বিছিন্ন ৬নং বালুখালী ইউনিয়নের কিল্লা পাহাড়ে (কিল্লা মুড়া) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “জীবন” আয়োজিত ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশ নিয়েছে পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা।

বর্তমান করোনা পরিস্থিতি ও আসন্ন কঠোর লকডাউন বিবেচনায় মাসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া ও সচেতনতা বৃদ্ধিতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন ৬ নং বালুখালী ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জীবনশ্রী ত্রিপুরা। এসময় ঘরোয়া সহিংসতা, শিশুদের স্বাভাবিক বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চায়ন ও নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়।

আলোচনায় সামাজিক পরিমণ্ডলে নারীদের অবাধ বিচরণ ও ক্ষমতায়ন নিশ্চিতে নারীদেরই এগিয়ে আসতে হবে এই কথাটিই প্রতিষ্ঠিত হয়। দেশব্যাপী চলমান এই ক্যাম্পেইনের মাধ্যমে মাঠ পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে তার যুগোপযোগী সমাধান নিশ্চিত করবে জাতীয় পর্যায়ের ১০টি সংগঠন।