পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শাহজাহান আর নেই

369

 

মইনুদ্দিন বাপ্পি- ২৫ সেপ্টেম্বর ২০১৮, দৈনিক রাঙামাটি:  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাঙামাটি জেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা শাহজাহান মোল্লা (৬৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ল্যাব এইড হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানানো হয়, তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট, ডায়াবেটিস এবং ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে বেসরকারি হাসপাতাল ল্যাব এইডে ২০ দিন চিকিৎসা শেষে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি দুই পরিবারে তিন সন্তান এবং দুই স্ত্রী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি অসংখ্য সরকারি-বেসরকারি সংস্থার বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। মরহুমের জানাজা নামাজ তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু শাহজাহান মোল্লার মৃত্যুতে এক পৃথক শোক বার্তা পাঠিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, স্থানীয় আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা। এছাড়া জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।