বিলাইছড়িতে অস্ত্রসহ তিন জেএসএস কর্মী আটক

522

 

অসীম চাকমা, বিলাইছড়ি প্রতিনিধি¬- ২৮ ডিসেম্বর ২০১৮, দৈনিক রাঙামাটি:

রাঙ্গামাটির দূর্গম বিলাইছড়ি থেকে গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন, বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা (৪৬), পাভেল তঞ্চঙ্গ্যা (২২), যতীন কান্তি তঞ্চঙ্গ্যা (৪৮)। তারা সকলে উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়ি গ্রামের বাসিন্দা। জানা যায় তারা জনসংহতি সমিতির (জে,এস,এস) কর্মী।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলি জানান, গোপন সূত্রের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমান সৌমিক এর নেতৃত্বে ২৬ ডিসেম্বর আনুমানিক রাত ১১:৩০ টায় যৌথবাহিনী মিলে ফারুয়া ইউনিয়নের তারাছড়ি গ্রামে গিয়ে তাদের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এ,কে ২২ বোর এসএমজি, তিন রাউন্ড গুলি, ম্যাগজিন ১ টি ও ৩ টি ছোরা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত তিনজনকে বিলাইছড়ি থানায় ১৯ এ (এস) ধারায় অবৈধ অস্ত্র আইনের মামলা দেয়া হয়েছে। মামলা নং-০১, তারিখ: ২৭/১২/২০১৮। থানায় মামলা দায়ের মেসে তাদেরকে রাঙ্গামাটি আদলতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।