॥ ইকবাল হোসেন ॥
করোনা ভাইরাস মোকাবেলায় গত ২৬শে মার্চ থেকে চলছে অঘোষিত লকডাউন। এর ফলে প্রায় ২৪ দিন যাবত নিত্যপ্রয়োজনীয় পন্যর দোকান ছাড়া খাবার হোটেল ও নাস্তার দোকান সহ অন্যান্য সকল দোকানপাট বন্ধ রয়েছে। এতে করে বিপাকে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটিতে অবস্থানরত মানসিক ভারসাম্যহীনরা। কারন আগে খাবার হোটেল ও নাস্তার দোকান থেকে এদের খাবারের ব্যবস্থা হতো।
এদিকে বেশ কয়েকদিন যাবত এইসকল মানসিক ভারসাম্যহীনদের রাতের খাবার দিয়ে যাচ্ছে রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের বিজিবি রোড এলাকার কয়েকজন তরুন।
তারা জানায়, আমরা গত কয়েকদিন যাবত মানিকছড়ি থেকে শুরু করে ভেদভেদী, কলেজ গেইড, বনরুপা, রিজার্ভ বাজার ও তবলছড়ির ২৫/২৬ জন মানসিক ভারসাম্যহীনদের রাতের খাবার দিচ্ছি। করোনা সংকট কাটিয়ে না উঠা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।
বিজিবি রোডের তরুনরা হলেন, মিনার, কামাল, আলম, সোহরাব, রিপন, রাসেল, লিটন,হারুন প্রমুখ।