ইফতার সামগ্রী হাতে হতদরিদ্রদের দুয়ারে ৪ তরুণী

479

॥ শহিদুল ইসলাম হৃদয় ॥

সারা দেশের ন্যায় রাঙামাটিতেও চলছে অঘোষিত লকডাউন। প্রশাসনের নির্দেশনায় প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হচ্ছে না বললেই চলে। জেলায় বেশিরভাগ মানুষ শ্রমজীবী হওয়ার দরুন লকডাউনের কারণে তাদের আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবার ঘরে ঘরে ত্রাণ সমগ্রী পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের কিছু সমাজসেবী চিন্তাবিদরাও অন্যদিকে  রোববার সকাল ১১ টায় তীব্র রোদে পায়ে হেঁটে ৪ জন তরুণী ও কিছু বয়োজোষ্ঠা লোক দেখে মনে প্রশ্ন জাগলো প্রশাসনের ভয়ে যেখানে কোনো পুরুষ রাস্তায় উঠে আসছে না সেখানে এই ৪ জন তরুণী কেনো বাহির হলো?

পরে প্রশ্নের উত্তর পেতে তাদের সাথে কথা বললে তারা বলে, আমাদের দেশে এই মহামারী দূর্যোগ করোনা ভাইরাস যখন ভয়াবহ রুপ নিচ্ছে সরকারের নির্দেশনায় সবাই ঘরে অবস্থান করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের রাঙামাটির সকলকে দেখা যাচ্ছে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। তা দেখে আমরা ৪ বান্ধবী মিলে সিদ্ধান্ত নিয়েছি রাঙামাটির মানুষ করোনা পরিস্থিতির কারণে বর্তমানে অনেক কষ্টে আছে। তাই এখন যদি আমরা ঘরে বসে না থেকে কয়েকজন মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে দেশের এই দূর্যোগ কালীন সময়ে করোনা ভাইরাস মোকাবেলায় আমরাও ভাগীদার হতে পারবো।

তাই আমরা আমাদের এলাকার যারা বিত্তবান মানুষ আছে তাদের সাথে কথা বলে কিছু আর্থিক সহযোগিতা নিয়ে এবং আমাদের কিছু জমানো টাকা ছিলো সব একত্রিত করে ৩ নং ওয়ার্ডের যারা হতদরিদ্র ও ভিক্ষুক আছে এমন ৩০ পরিবারকে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু ইফতার সামগ্রী উপহার স্বরুপ পৌঁছে দিচ্ছি।

এদিকে তাদের সাথে কথা বলে আরো জানা যায়, তারা সকলে এসএসসি ফলাফল প্রত্যাশী এবং তারা হলেন ফারিয়া জামান, সারমিন আক্তার, আকলিমা আক্তার, সালমা আক্তার ও ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দিতে সহযোগিতায় ছিলেন কয়েকজন বয়োজোষ্ঠা ।