॥ ইকবাল হোসেন ॥
করোনা ভাইরাস মোকাবেলায় গত ২৬শে মার্চ থেকে চলছে অঘোষিত লকডাউন এর ফলে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য খেটে খাওয়া মানুষ রাঙামাটিতেও এর ব্যাতিক্রম ঘটেনি। সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি এবার রাঙামাটি নিজেদের সমিতির সকল সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙামাটির করাত কল ও কাঠ শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ। তারা কর্মহীন হয়ে পড়া ৪২৪ জন শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার বিকেলে উক্ত সমিতির কাঁঠাতলীস্থ কার্যালয় হতে সমিতির সকল শ্রমিকদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জসিম উদ্দীন বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি সোলায়মান চৌধুরী, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ সভাপতি মো. আবু সৈয়দ, প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, করাত কল ও কাঠ শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মমতাজ মিয়া ও সাধারণ সম্পাদক রবিন বিশ্বাস প্রমূখ।