অসহায় কৃষকের ১বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলো বাঘাইছড়ি ছাত্রদল

638
॥ স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি  ফারুক আহমেদ সাব্বিরের পক্ষে বাঘাইছড়ির উপজেলায় টাকার অভাবে ধান নিজের জমির ধান কাটতে না পারা অসহায় কৃষক মো. শাহ আলমের ১বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার দিন ব্যাপি বাঘাইছড়ি পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিন্নাত তালুকদারের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কৃষক মো. শাহ আলমের ১বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
এই ধান কাটায় অংশ নিয়েছে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদল নেতা মারুফ হোসেন সাগর, মো. জহির, মো. আব্দুল হালিম, নূর মোহাম্মদ, মো. জালাল, মো. জাহাঙ্গীর প্রমূখ।
এবিষয়ে বাঘাইছড়ি পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিন্নাত তালুকদার প্রতিবেদককে বলেন, বাঘাইছড়িতে কোন কৃষকের ধান কাটায় সহযোগীতার প্রয়োজন হলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর উদ্দীন রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করতে হয়। কৃষক মো. শাহ আলম টাকার অভাবে জমির ধান পেকে যাওয়ার পরও কাটতে পারছিলেন না।
এ অবস্থায় তিনি জানতে পারেন ছাদলের নেতাকর্মীরা বিনা খরচে ধান কেটে তা আবার বাড়িতে পর্যন্ত পৌঁছে দেয়। তাই তিনি নূর উদ্দীন রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করেন। এরপর রাজু ভাইয়ের নির্দেশনায় আজ রোজা রেখে শুধুমাত্র অসহায় কৃষকের কথা ভেবে ১বিঘা জমির ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি।