অসহায়দের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিলেন যুবদলের সাঃসম্পাদক সায়েম

795

॥ স্টাফ রিপোর্টার ॥
বর্তমানে মহামারী করোনার প্রাদুর্ভাবে জনজীবন খুবই দূর্বিষহ হয়ে উঠেছে। খেটে খাওয়া মানুষ পরিবার পরিজন নিয়ে পড়েছে চরম বিপাকে। এর মধ্যেই এসব অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এর উপদেষ্টা আবু সাদাৎ মোঃ সায়েম নিজ অর্থায়নে ২০ রমজানের পর থেকেই নেতাকর্মীদের মাধ্যমে রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব বজার রেখে স্বাস্থ্যবিধি মেনে অসহায়, ছিন্নমূল প্রতিবন্ধী পরিবার গুলোর ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।

এসময় ঈদ উপহার গুলো ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুংগু, জেলা যুবদলের সহ-সভাপতি জাফর উদ্দিন টুনু, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল শুক্কুর, সহ-সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ , সহ সাংগঠনিক সাহাদাত হোসেন মুন্না, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মো.খোরশেদ প্রমূখ

98119668_477777176334783_3113715276575670272_n
এবিষয়ে রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় তারেক রহমানের নির্দেশে আমি নিজ উদ্যোগে রাঙামাটি পৌর এলাকার সামাজিক দূরত্ব বজার রেখে স্বাস্থ্যবিধি মেনে অসহায়, ছিন্নমূল প্রতিবন্ধী পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। আগামীতেও আমি এধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।