রাঙামাটিতে সাবেক এমপির মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের সাঃসম্পাদক সুমনের দোয়া মাহফিল

379
॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী থেকে ৪বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ ব্যারিষ্টার শাকিলা ফারজানার পিতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার বাদ আসর তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজরুল ইসলাম (ফজলু), কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এম এ হোসেন জনি, সদর থানা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আবদুল আহাদ, কলেজ ছাত্রদল নেতা মোক্তার হোসন, সুমন হাওলাদার, সোহাগ, আজম, ছাত্রনেতা ইব্রাহীম টিটু, রাসেল ওয়ার্ড ছাত্রদল নেতা ওয়াসির জামান প্রমূখ।
এসময় উক্ত দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।