কাপ্তাইয়ে করোনা উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

429

॥ নূর হোসেন মামুন, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাইয়ে রাইখালীর পূর্বকোদালায় করোনা উপসর্গ নিয়ে সিঅং প্রু মারমা (২৬) মারা গিয়েছে। সোমবার (৩১ই মে) বিকাল ৫টায় নিজ বাড়িতে মারা যায় তিনি মারা যায় বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের রাইখালীর পূর্বকোদালার উথোয়াই প্রু মারমা প্রকাশ সেদার ছেলে সিঅং প্রু মারমা করোনায় উপসর্গ নিয়ে আজ বিকাল ৫টায় মারা যায়। তিনি পেশায় একজন নার্স বলে পরিবার সুত্রে জানা যায়। গত ১ সপ্তাহ পূর্বে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহম্মেদ চৌধুরী বলেন, তার শরীরে করোনার উপসর্গ ছিল বলে স্থানীয়রা আমাদের জানান। আজ তার নমুনা নিতে যাওয়ার কথা। তবে এর মধ্যেই হঠাৎ করে মারা গেলেন তিনি। আমরা তারপরও উক্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করছি। আজই চট্টগ্রামে পাঠানো হবে তার রক্তের নমুনা।