নানিয়ারচর উপজেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচী পালন

399

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি ও ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ জুন ২০২০ খ্রিষ্টাব্দ) সকালে এ কর্মসূচী পালন করা হয়।
নানিয়ারচর সদর উপজেলাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মো. ফারুক হাওলাদার কে প্রধান অতিথি রেখে উপজেলা বিএন পি ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উক্ত কর্মসূচি পালন করে।

অপরদিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নে উপজেলা বিএনপির সাংঠনিক সম্পাদক মো. কবির হোসেনকে প্রধান অতিথি রেখে বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচী সম্পাদন করেছে।

এ বিষয়ে নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সাংঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনে(টিটু) জানান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৩৯ তম শাহাদাৎ বার্ষিকীতে কেন্দ্র ঘোষিত আমাদের নির্দিষ্ট কর্মসূচী আমরা পালন করে যাচ্ছি। এর পাশাপাশি আগামীতেও আমরা উপজেলা ছাত্রদল এভাবেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।