॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের খাদ্য চাহিদা পুরণে দুর্গম জুরাছড়ি উপজেলার ৪নং দুমদুম্যা ইউনিয়নের ৩শ’ অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।
সংশ্লিষ্টরা জানায় ইউকে এইড এবং স্টারড ফান্ড বাংলাদেশ এর অর্থায়নে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেলেপমেন্ট এসাসিয়েটস। সকালে ফকিরাছড়ি বাজার প্রাঙ্গনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে পরিষদের ভাইস চেয়ারম্যান সাধন কুমার চাকমা। জনপ্রতিনিধিরা এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল বেসরকারি উন্নয়ন সংস্থাকে আহ্বান জানান।
এই ত্রাণ কার্যক্রমে প্রত্যেক পরিবারকে চাউল ৪০ কেজি, তেল ৪ কেজি, শুটকি/নাপ্পি ২ কেজি, লবন ১ কেজি,চিনি ১ কেজি,মটর কেজি,আলু ৫ কেজি বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন,জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা,ডাঃ কামরুজ্জামান। ডাঃ অনন্যা চাকমা বলেন, মহামারি করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সকলের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তাই সকলকে উক্ত স্বাস্থ্য বিধি মোতাবেক মেনে চলার জন্য অনুরোধ করেন।