জিয়ার শাহাদাৎ বার্ষিকী ঘিরে ছাত্রদলের বৃক্ষরোপণ

637

॥ ইকবাল হোসেন ॥
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১১দিনের কর্মসূচীর অংশ হিসেবে কার্যক্রমের শেষ দিনে বিজিবি রোড, রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ, কাঠালতীস্থ বিএনপির দলীয় কার্যালয়, রসূলপুর ও ভেদভেদি এলাকায় বনজ ও ফলজ বৃক্ষরোপন করেছে রাঙামাটির ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপি শহরের ৫টি এলাকায় উক্ত বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিজিবি রোড এলাকায় কার্যক্রম পরিচালনা করেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা হাসান ইমরান, কলেজ ছাত্রদল এর সহ-দপ্তর সম্পাদক  সাজিদ ইমতিয়াজ, কলেজ ছাত্রদল নেতা আমির সোহেল সাজ্জাদ, আহমেদ সজীব, রিয়াদুল ইসলাম রিদয়, ইমতিয়াজ ইরফান, আলভি হোসেন নাঈম, মো. তরিকুল ইসলাম আনান, আকাশ, ঈমন, নিশান, রিদয়, পাপ্পু প্রমুখ।

রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে, কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন খোকন, কলেজ ছাত্রদল নেতা মো. বাপ্পু, ওয়ার্ড ছাত্রদল নেতা আশরাফুল, কলেজ ছাত্রদল নেতা নিশাদ প্রমুখ।

কাঁঠালতীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে, রাঙামাটি নগর ছাত্রদলের নেতা আব্দুল মামুন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তারা, সহ-সমাজ সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম রাজু, ছাত্রনেতা সাজ্জাদ ইসলাম টিটু প্রমুখ।

রসূলপুর এলাকায়  এলাকায়, সদর থানা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃতানভীর, ছাত্রনেতা সজীব, ফারুক ও হাসান প্রমুখ। ভেদাভেদী এলাকায়, ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃইসমাঈল, খোকন হোসেন জয় ও রিফাত হোসেন রাব্বি প্রমুখ।