কাপ্তাইয়ে সেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

390

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিভিন্নস্থানে ৫ হাজার চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ই জুন) দুপুরে রাইখালীর নারানগিরি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন, উপজেলা সেভ দ্যা নেচারের সভাপতি আরিফুল ইসলাম সহ আরও অনেকে।

কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক বলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের কর্মসূচির অংশ হিসেবেই এ আয়োজন। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৫’হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা অনুধাবন করেই এমন উদ্যোগের কথা জানান তিনি।