॥ মাহাদী ইমাম ॥
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় ২ মাসের অধিক সময় ধরে চলা অঘোষিত লকডাউনের ফলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য, রাঙামাটি জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও ২৯৯নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টায় নানিয়ারচর বাজারে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানার ওসি মো. সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।
এসময় নানিয়ারচর বাজার, টিএন্ডটি বাজার ও পাতাছড়ি বাজারের করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্থ ৩০০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরর মাঝে ২০ কেজি করে ৬ মেট্রিক টন চাউল বিতরণ হয়।