॥ ইকবাল হোসেন ॥
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তাই তাদেরকে সচেতন করতে বাঙ্গালহালিয়া বাজারের আগত জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে রাজস্থলী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বুধবার (১লা জুলাই) বিকালে ছাত্রলীগের নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করে।
এসময় উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ চৌধুরী সহ মিঠুন, রিদয়, সয়ন, রাকিব, মাইনুদ্দিন প্রমুখ।