রাঙামাটিতে করোনাক্রান্তের সংখ্যা ছয় শ’ ছাড়ালো

419

॥ সৗরভ দে ॥
রাঙামাটিতে আরো ১১ জন করোনা পজেটিভ রোগী হিসেবে শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, সোমবার সকালে সিভাসু হতে আসা ২৭টি রিপোর্টে এই নতুন ১১ জন পজেটিভ রোগীর তথ্য পাওয়া যায়।

নতুন শনাক্তদের সবাই রাঙামাটি সদরের বাসিন্দা। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০২ জন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মোতাবেক বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ২৯ জন, আইসোলেশনে আছেন ৯ জন এবং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯ জন।