॥ স্টাফ রিপোর্টার ॥
“মুজিব বর্ষের অঙ্গীকার, দেশ হবে সবুজের সমাহার” স্লোগানে মুজিবশতবর্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ৩মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় এবং রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজনের সার্বিক সহযোগীতায় রাঙামাটি সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপন করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।
বুধবার সকাল ১১ টায় রাঙামাটি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলার সহ-সভাপতি সজল দাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজান চৌধুরী, সাংস্কৃতি সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার, ক্রীড়া সম্পাদক মো. তাজুল ইসলাম, সহ-সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা রেশমি, আনোয়ার হোসেন কায়সার, সদস্য মুমতাহেনা চৌধুরী মুমু, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ চৌধুরী, ছাত্রলীগ কর্মী মায়াচিং মারমা সাথী, তাহমিনা, রিয়া, তামজিদা, সানজিদা প্রমূখ।