নানিয়ারচরে জাতীয় শোক দিবস ঘিরে আলোচনা সভা

361

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
নানিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট (শনিবার) সকাল দশটায় নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল হক, নানিয়ারচর কলেজের অধ্যাপক সস্তোষ বিকাশ খীসা, নানিয়ারচর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, নানিয়ারচর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতিল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজিজুল হক, নানিয়াচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুর রাজ্জাক হাওলাদার প্রমূখ।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নূয়েল খীসা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ, আত্মজীবনী, ছাত্রজীবন, বাল্যকাল থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা এবং বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর অবদানসহ নানা বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আগামী প্রজন্মের মাঝে বাস্তবায়ন করতে হবে। আগামী প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর চেতনাকে উদ্বুদ্ধ করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, অভিভাবক, শিক্ষক, সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে আগামী প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে উপস্থাপন করতে হবে। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস উপলক্ষে আয়োজিত “অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শোক দিবসে স্থানীয় যুবকদের মাঝে যুব উন্নয়ন প্রকল্পের ঋণের চেক বিতরণ করেন।

পরে দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে উপজেলা পরিষদ। এসময় উপজেলা পরিষদ এর ভিতর ও বাহিরে, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।