॥ ইকবাল হোসেন ॥
মো. আল আমিনকে আহ্বায়ক ও অলি আহাদকে সদস্য সচিব করে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
এরফলে ২০১৩ সালের পর ৭ বছরের মাথায় নতুন কমিটি পেল রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদল।
এ বিষয়ে নবকমটির আহ্বায়ক মো. আল-আমিন মুঠোফোনে বলেন, তৃণমূল পর্যায়ে খোঁজখবর নিয়ে যোগ্যতার ভিত্তিতে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমটির অনুমোদন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতীক, আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।
এরপাশাপাশি তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।