॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগান নিয়ে নব গঠিত সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নানিয়ারচর ইউনিটির আয়োজনে নানিয়ারচর উপজেলা বিশ্রামাগার মিলনায়তনে বৃহস্পতিবার (২৭আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা (বিডি ক্লিন) ইউনিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, স্কুল শিক্ষক নির্মল দে ও মর্জিনা বেগম। এতে বিডি ক্লিন রাঙামাটি জেলা সমন্বয়ক মাসুদ রানা হৃদয়ের সভাপতিত্বে ও মেহেরাজ হোসেন সুজনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা ইউনিটির সহ-সমন্বয়ক তুসু কর্মকার, জেলা উপ-আইটি সমন্বয়ক উজ্জল মল্লিক, জেলা লজিস্টিক সমন্বয়ক সান্তনা দাশ, সুমি আক্তারসহ নানিয়ারচর উপজেলা নবগঠিত ইউনিটির সদস্য মোঃ হাসান, মোঃ ইমন ইসলাম, মোঃ জহির হাওলাদার, মোঃ হাফিজুল ইসলাম, জুয়েল চাকমা, ইয়াসমিন আক্তার, জান্নাতুল আক্তার, বোরহান ইসলাম, হৃদয় কর্মকার, মোঃজহিরুল ইসলাম প্রমূখ।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে শপথ বাক্য পাঠ করান ও সংগঠনের পক্ষ থেকে অতিথিদের বিডি ক্লিন এর নির্ধারিত ব্যাচ পরিধান করিয়ে দেওয়ার মাধ্যমে নানিয়াচর বিডি ক্লিন ইউনিটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি শিউলি রহমান (তিন্নি) বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের অংশ পরিচ্ছন্ন বাংলাদেশ। এই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বদা সাথে আছি ও যারা নিরলসভাবে বিডি ক্লিন সংগঠনে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ অতিথি নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান বলেন, একটি পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে গেলে চাই পরিচ্ছন্ন মন, আর পরিচ্ছন্ন মন নিয়েই সেচ্ছাসেবা করা গেলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব।
এরপর বৃক্ষ রোপনের মাধ্যমে উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠান সমাপ্তি ঘটে।