॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারায় ৫ জন অসহায় কিডনি ও ক্যান্সার রোগির জন্য ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
বুধবার সকাল ১০ টায় গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা সমাজসেবা অফিসার কৃতি বিজয় চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা প্রমুখ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত গুইমারা উপজেলার ৫ জন রোগীকে এ আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় বলে সূত্র জানায়।