॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি বলেছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পার্বত্য রাঙামাটি জেলার নাম সারা দেশে স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়। কারণ শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দেশ বিদেশে এ জেলার সুনাম রয়েছে। তিনি বলেন, রাঙামাটি জেলার ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক কর্মীরা বরাবরই জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে। তাই আমাদের এই সুনাম ধরে রাখতে হবে।
এমপি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি কর্মীরা বরাবরই আমার কাছে প্রিয়ভাজন, কারণ বর্তমান বিশ্বে ক্রীড়াবিদদের মাধ্যমেই বিভিন্ন অঞ্চল পরিচিতি পাচ্ছে। রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার ক্রীড়াবিদরাও এমনিভাবে এই এলাকার জন্য বার বার সুনাম বয়ে এনেছে। তিনি আরো বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য শরীর চর্চা ও খেলাধুলার বিকল্প নেই, তাই খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তাদের পৃষ্ঠপোষকতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
বুধবার (২ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার জন্য আসবাবপত্র প্রদান এবং নারী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এসব ক্রীড়া সামগ্রী ও আসবাবপত্র বিতরণ করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সরঞ্জাম বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য বৈশালী রায় পান্নি, সদস্য বিনাপ্রভা চাকমা এবং সংস্থার কোচ ও খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন। এ সময় তিনি বলেন, সকল স্তরের মানুষের আন্তরিকতা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার কারণে উপজেলা পর্যায়ে বিভিন্ন খেলাধূলার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থা নারীদের ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখলেও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। এসব সমস্যা সমাধানে তিনি প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি এমপি তালুকদার তার বক্তব্যে জেলা মহিলা ক্রীড়া সংস্থার খেলাধুলার মান উন্ন্য়নে এককালীন আর্থিক অনুদান এবং সংস্থার অফিস ভবন আধুনিকায়নে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, পাহাড়ের সুনাম ধরে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তাই পাহাড়ের দূর্গম এলাকাগুলোতেও যেন শহর অঞ্চলের মতো মহিলা খেলোয়াড়রা সকল সুযোগ সুবিধা পায় সে দিকে সকলকে নজর দিতে হবে।
সরঞ্জাম বিতরণ শেষে প্রধান অতিথি রাঙামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে দেয়া আসবাবপত্র ও রাঙামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার ভবন পরিদর্শন করেন।