কাপ্তাইয়ে গাঁজা বিক্রয়ের অপরাধে জুবেদার কারাদন্ড

362

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে গাঁজা বিক্রয়ের অপরাধে জুবেদা বেগম নামের এক নারীকে কারাবাসে পাঠানো হয়েছে। নতুন বাজার এলাকায় রবিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়ের সময় হাতেনাতে জুবেদা বেগম (৩৫)কে আটক করে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ সাহা সহ আরও অনেকে।

কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকায় গিয়ে জুবেদা বেগম (৩৫)কে আটক করে স্থানীয় জনসাধারণের সম্মুখে মোবাইল কোর্ট পরিচালনা করি। তার কাছ থেকে ৪ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ আইনে অর্থদ- ও কারাদ- দেওয়া হয়েছে।