॥ রাজস্থলী প্রতিনিধি ॥
পুলিশ চেষ্টা করলে অনেক অসম্ভব ঘটনার রহস্যও জলের মতো পরিস্কার হয়ে যায় এ কথা আরো একবার প্রমাণীত হলো। মোবাইল হারিয়ে যাওয়ার ১০ মাস পর মোবাইল উদ্ধার করে অভিযোগকারীর হাতে তুলে দিয়ে এ কথারই প্রতিধ্বনী করলো পুলিশ। ঘটনাটি রাঙামাটি জেলার রাজস্থলী থানা এলাকার।
এলাকাবাসী জানায়, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খানের আন্তরিকতার কারণেই মূলত পুলিশ এই দায়িত্বশীলতার নজির সৃষ্টি করতে পেরেছে। ঘটনার বিবরণে জানা যায়, গত বছর তথা ২০১৯ সালের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় আমছড়া পাড়া এলাকার বাসিন্দা ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থী মুমু মারমার মোবাইল হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তা না পেয়ে ওইদিন মুমু মারমা রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সাধারণ ডায়েরীর সূত্র ধরে পুলিশকে তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দেন ওসি মফজল আহাম্মদ। নানা সূত্রে তদন্ত অব্যাহত রেখে গত রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার বাঙ্গালহালিয়া এলাকা হতে মোবাইলটি উদ্ধার করে পুলিশ। একই দিন মোবাইলের মালিক মুমু মারমার কাছে তা হস্তান্তরও করা হয়। ওসি মফজল আহাম্মদ এ বিষয়ে জানান, এটা আমাদের দায়িত্ব, দায়িত্ব সঠিকভাবে পালন করে ক্ষতিগ্রস্তের হাতে তুলে দিতে পারায় ভালো লাগছে।
প্রসঙ্গত তিনি বরকল থানায় দীর্ঘদিন সুনামের সাথে পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রাজস্থলী থানায় বদলী হয়ে আসার পর থেকে এলাকার আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।